আমাদের দেশে যাদের পাসপোর্টে জাপান ভিসা আছে, তাদের জন্য অন্য অনেক দেশের ভিসা পাওয়াটা সহজ হয়ে যায়।
চেক লিস্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দিলে কি ভিসা হয়ে যায়?
যদি তাই হতো, তাহলে তো আমাদের দেশে ১৭০০ লক্ষ মানুষের মধ্যে প্রতিমাসে লক্ষাধিক মানুষ ফ্যামিলি সহ চেক লিস্ট অনুযায়ী ডকুমেন্টস রেডি করে জাপান ভিসার জন্য আবেদন করে ভিসা নিতো। বাস্তবে কি এত সহজ?
জাপানে যেতে হলে কি জাপানিজ ভাষা জানতেই হবে?
না, সবার জন্য নয়। যারা দীর্ঘ সময়ের জন্য জাপানে বসবাস করতে চায়, তাদের জানা উচিত।
জাপানিজ ল্যাঙ্গুয়েজ কাদের জন্য জানা উচিত?
১. যারা জাপানে উচ্চশিক্ষা বা চাকরির জন্য যেতে চায়।
2. যারা দেশে বা জাপানে জাপানি সংস্থা বা কোম্পানিতে চাকরি করতে চায়।
৩. যারা ব্যবসা বা অন্য যেকোন প্রয়োজনে জাপানে বসবাস করতে চায়।
৪. যারা ভবিষ্যতের কথা চিন্তা করে কোন ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে চায়, তাদের জানা উচিত।
Certificate of Eligibility (COE) আসলে কি?
COE হচ্ছে জাপানের মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে ইস্যু করা একটা সার্টিফিকেট যেটা নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসা আবেদনের জন্য দরকার হয়।
Certificate of Eligibility (COE) কাদের জন্য দরকার?
যারা দীর্ঘমেয়াদী যে কোন জাপান ভিসার জন্য আবেদন করতে চাই। তাদেরকে এই সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য আবেদন করতে হয়।
COE কি আসলেই Pre visa?
COE কোন Pre visa নয়। জাপান Pre visa বলে কিছু নাই। COE থাকার পরও শত শত ভিসা আবেদনকারীর ভিসা আবেদন রিজেক্ট হয়ে থাকে।
COE থাকলে কি Visa Guaranteed?
COE নিচের দিকে পরিষ্কারভাবে লেখা আছে।
"This certificate does not guarantee the entry of the person concerned."